ফেলানী পিরে এসেছে প্রতিরোধের ডাক নিয়ে
লিখেছেন লিখেছেন সমুদ্র সৈকত ০৭ জানুয়ারি, ২০১৩, ০৪:২৫:৪৯ বিকাল
তোমরা আমাকে মারতে চেয়েছ কিন্তু মারতে পারনি! আর কখনো পারবেওনা। এক-দেড়শ মানুষের গন্ডি থেকে তোমরা আমায় এনে দিলে কোটি কোটি মানুষের ভিড়ে। কয় জনে আমার খবর নিত? দেখ আজ আমি কোটি মানুষের হ্রদয়ে। এই জন্য আমি গর্বিত হতে পারতাম কিন্তু আমার গর্ব হয়না। কারন আজও তোমাদের বুলেট অনেকের প্রান কেড়ে নেই, তাদের কাউকে আমি বাঁচাতে পারিনা।
তোমরা আমায় কাঁটা তারে ঝুলিয়ে রেখেছ বলে আমার কোন ব্যাথা নেই, আমি ব্যাথা পাই যখন শুনি আমার কোন পড়শী তোমাদের হয়ে কথা বলে, যখন দেখি আমার দেশের প্রধানরা আমার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলে আর আমার নাগরিকত্বের সনদ পেতে হয় তদন্তের পর। আমার ব্যাথা লাগে যখন আজও কেউ প্রান হারায় তোমাদের হিংস্রতায়। আমার ব্যাথা লাগে যখন আমার ভাইদেরকে প্রতিরোধের শপত নিতে দেখিনা।
জানিনা আমাদের বোন ফেলানীর আত্মা কি বলছে। সে কি এভাবেই বলছে তার কথা, না অন্য ভাবে। হয়ত ৭ই জানুয়ারীর এই দিনটিতে সে বারবার পিরে আসবে প্রতিরোধের ডাক নিয়ে, পিরে আসবে বিএসএফের হিংস্রতার প্রতিক হয়ে। জাতী হিসেবে আমরা যদি রুখে দাঁড়াতে না পারি তাহলে আমাদের এই বোনটি আমাদের ক্ষমা করবেনা। একটি কথা আমাদের স্বরন রাখা দরকার অরক্ষিত সীমান্ত পরাধীনতার নামান্তর।
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন